আল্লাহকে যে পাইতে চাই - Lyrics

আল্লাহকে যে পাইতে চাই।

==============================
আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালবেসে,
আরশ কুরশী লওহ্ কালাম না চাহিতে পেয়েছে সে।

* রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে।

* তর্ক করে দুঃখ ছাড়া কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখ্ না বারেক হযরতে মোর ভালবাসি;
এই দুনিয়ার দিবা-রাতি,ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস্ তাই পাবি হেথায়, আহমদ চান যদি হেসে।

━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🌁 ধরণ :- গজল।
✏ লেখক:- কবি কাজী নজরুল ইসলাম।

✒ #Allah_ke_je_paite_chai-Lyrics.

©ShobdeBhoraLineGulo.


 




একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন