তব নূরানী চেহারা পাকের কসম -Lyrics

 তব নূরানী চেহারা পাকের কসম,

== ==== ===== ===== =======


সে কোরআন মজীদেতে চাঁদ কি সুরুজ, তব নূরানী চেহারা পাকের কসম,

রাতের ও তমসার শপথে হেতু, কেশগুচ্চ মায়াবী দুয়ের কসম ॥


* তব আখলাক শুনি হেথা খুলুকে আযীম, 

তব সুন্দর সৃষ্টি রূপে সে অসীম, 

নহে তুল্য তােমার কেউ না হবে কভু; 

রূপস্রষ্টা মহিমাময়ের কসম ॥ 


* বিধাতা সে মর্তবা দিয়েছে তােমায়, 

জুটেনি বরাতে কারাে, কভু কেউ তা না পায়,

খােদ কুরআনে করীমও করেছে রাজন, 

তব বাণী, বসত, জীবনের কসম।


* আরশে ইলাহ্ তব পরশে ব্যাকুল, 

রূহুল আমীন-রাখে রহস্য অমূল, 

দোজ্জাহানে তুমিই সম্রাট রাসূল, অতুল, 

সে করুণাময়ের কসম ॥


* এটাই আরজ ওগাে স্রষ্টা ভবের, 

এ রাসূল তােমার আমি বান্দা জাতের, 

তাঁরই কাছে দিও মােরে একটু সে ঠাঁই, 

যাকে অষ্ট বেহেশত সবের কসম ॥ 


* হে খােদা মায়া তব বান্দা পরে, 

ভরসা তােমার, মাঙি যুক্তকরে, 

মােরে জলওয়া রাসূলের একটু দেখাও, 

তব ইজ্জত ও মহিমা নিজের কসম ॥


* নাহি সীমা যদি বা পাপে আমার, 

আশা তাঁরই পরে, তাহার তব দৃষ্টি উদার, 

তুমি দয়ালু যে তারই দয়া প্রমাণ, 

তিনি দাতা, তােমারই দানের কসম ॥


* বাগে জান্নাতেরই বুলবুলি কহে, 

সে রেযার মতন যাদুগীত গাহে, 

তাঁরই বন্দনা গাইতে যে হিন্দ-এ নাহি, 

রেযার উৎসাহী এই চিত্তের কসম ॥


━━━━━━━━━━━━━━━ꙮ

🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul  Alam  Reja 

🌁 ধরণ :- Naa't e Rasul (pbuh)

✍️ লেখক:- A'la Hazrat Iman Ahmad Reza Khan Fazele Berelvi (Rh.)

© ShobdeBhoraLineGulo


"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক -


✒️Topic Tag :-  Tobo Nurani Chehara Paker  Qasam-Lyrics, Naa't e Rasul (pbuh), ইসলামী গজল, 







 




একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন