সেনা সংগীত -Lyrics

 সেনা সংগীত

=== =========


মোরা ছাত্র সেনার বীর সেনানী 

মোরা নূর নবীজির করি গোলামী


* ১৮৮০ সালে

২১ জানুয়ারি কালে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

প্রতিষ্টা করেন কত জ্ঞানীগুণী।


* নবী খোদার প্রিয় জাতি নুর

  তারি আগমণে উঠে নব সূর

নামে মুহাম্মদ সাল্লে আলা

সৃষ্টিকুলের মহাবাণী।


* নুরের নবী ভবে আসলে

অন্ধকারে প্রদীপ জ্বলে

সেই প্রদিপের আলোতে

জগত হল নুরানী।


* কুরআন সুন্নাহর বিধান মতে 

আল্লাহ রাসূল নবী অলির পথে

এসো ছাত্র সমাজ

নিজের দিতে কুরবানি।


* পরিচিতি মূলনীতি রাজনীতি

লক্ষ্যে পৌছার নিয়মনীতি

সমাদৃত আছে এই কাফেলা

হতে দেব না তার মানহানি।


* ছাত্রসেনার এক অপর নাম

নবীর আদর্শে করে সংগ্রাম

ছাত্রসেনা জিন্দাবাদ

এহসান কাদের শুধু এটাই মানি।


 ━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🌁 ধরণ :-  দলীয় সংগীত

✏ লেখক:- শায়ের সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের।

©#ShobdeBhoraLineGulo.





একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন