যদি নাত লিখতে-লিখতে চোখে ঘুম চলে আসে -Lyrics

 যদি নাত লিখতে-লিখতে চোখে ঘুম চলে আসে -Lyrics

= ===== ==== ==================

যদি নাত লিখতে-লিখতে চোখে ঘুম চলে আসে,

তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।


* আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়,

কত সুর মেখে যে তারে মনের মত সাজাই—

যদি মনের মত গাঁথা মনের মত না হয়,

মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।


* কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়,

তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়?

যদি রাখো সত্যি-সত্যি চরণ পাপীর ঘরে,

জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।


* লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক,

হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।

যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?

তার আশা-ভরসা তুমি, তোমাকেই ভালোবাসে।



━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja

🌁 ধরণ :- Naat Rasul (darud)

✍️ লেখক:- আহমদ নূর সাজ্জাদ

©#ShobdeBhoraLineGulo.



"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক - 



✒️Topic Tag :- Jodi Naat Likhte Likhte Choke Ghum Chole Ashe-Lyrics, Naa't e Rasul (pbuh), ইসলামী গজল





একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন