কতোই মধুর কোরআনের ধ্বনি -Lyrics
===================================কতোই মধুর কোরআনের ধ্বনি,
হবে না কেন তা যে খোদার বাণী।
* দুনিয়া চলে তাঁর হুকুমতে এ কথা মিথ্যে নয়,
চাঁদ সুরুজ আর তারকারাজি সবই সৃষ্টি তাঁরই;
এসব কিছু জানতে পারি কুরআন পড়ি যখনি। [ঐ]
* ওগো মালিক আসবে যখন আমার যাওয়ার সময়,
তখন যেন চারপাশে মোর কুরআন তিলাওয়াত হয়;
মরেও তখন পাবো শান্তি থাকবে না কোনো গ্লানি। [ঐ]
* বিপদে পড়লে ওহে মুমিন বসো কুরআন নিয়ে,
যতো মুসিবত আছে তোমার সব যাবে মুছে ধূয়ে;
আহমদ বলে ওগো রাসূল () কুরআন পেয়ে বড় ঋণী [ঐ]
━━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ٭
🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja
🌁 ধরণ :- ইসলামী কাব্য, ইসলামী সংগীত।
✍️ লেখক: শায়ের আহমদ নুৃর সাজ্জাদ ( সাইফি )
©ShobdeBhoraLineGulo.
"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক -
✒ Topic Tag :- Kotoi Modhur Quraner Dhoni-Lyrics. ইসলামী গজল,