সে করুণার শুকর গুজারের ভাষা নেই |
সে করুণার শুকর গুজারের ভাষা নাই।
============================
সে করুণার শুকর গুজারের ভাষা নাই,
যে করুণা নবীজি করেছে আমায়।
নাতে মোস্তাফার আসর সাজাতাম আমি
যত জ্বালা থেকে খোদা দিলো রেহাই।
* রাসুলুল্লাহর জিকির যে বড় বরকতের,
হলাম ভাগীদার শান্তি মান-ইজ্জতের।
আমি পাপী গুনাহগার ছিলাম তবে
জান্নাতি বানিয়েছে নবীজি আমায়।
* পলকে পলকে করুণা মোস্তাফার,
খোদার কাছে বন্ধুরা চাইব কি আর?
এ কী অল্প কিছু আমার খোদা তা'য়ালা
আপন মাহবুবের উম্মত বানাল আমায়!
* রাসুলে খোদার মাহফিলে এলো যে,
স্বর্গীয় সে বাগিচার নাগাল পেলো যে,
ফিরেছে কেউ সিদ্দিক ফারুক ওসমান বেশে
কেউ বা ফিরেছে আলী বেশে তাঁর চাওয়ায়।
* ভিখারি যে নবী মোস্তাফার হয়েছে
পলকেই সে কি থেকে কি হয়ে গেছে!
ঢেলে দিয়েছে এমন করুণার নজর
পেয়েছে বাদশাহি আখেরাত-দুনিয়ায়।
* খালি হাতে ফিরেনি কোনো অসহায়,
আমার নবীর কাছে চাইল যা পেল তা-ই,
পাগল না হয়ে নিয়াজি বল কি উপায়,
ফকিরও রাজ-বেশে মহারাজের দয়ায়।
---------------------------------------------------ꙮ
🌁 ধরণ:- না'তে রাসূল (ﷺ)
✍️ মূল:- আব্দুস সাত্তার নিয়াজি ( রহ. )
📝 কাব্যানুবাদক:- শায়ের আহমদ নূর সাজ্জাদ ( সাইফি )
✒Shey_korunar_Shukor_Gujarer_bhasha_nai-Lyrics, সে করুণার শুকর গুজারের ভাষা নাই লিরিক্স
© ShobdeBhoraLineGulo.