আল্লাহ আমার প্রভু।
==================
আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।
* আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।
* কালেমা আমার তাবিজ তৌহিদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।
* ‘আল্লাহু আকবর’ ধ্বনি আমার জেহাদ- বাণী।
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।
━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ :- হামদে বারি তা'য়ালা।
✏ লেখক:- কবি কাজী নজরুল ইসলাম।
✒ #Allah_Amar_Provhu-Lyrics.
Tags
Kazi Nazrul Islam