কী অনিন্দ্য রূপ মাের নবীজির
== ===== === === ==========
কী অনিন্দ্য রূপ মাের নবীজির, ভাবনা ক্রটির ও নাই যেথায়,
সে যে ফুল এমন, যাতে কাঁটা নেই, সে তাে দীপ এমন, নাহি ধোঁয়া তায়।
★ দু’ভূবনেরই কী না পাবে হিত, আশা না পুরােয় কী, সে বুঝি অতীত
বলাে কী আছে যা হেথা নেই? তবে, নাই শব্দটি শুধু নাই হেথায়।
★ সঁপি নিজেকে কালামে তাঁর, পেইলে কি এমন সে ভাষা তাঁর,
সসে বাণীর পরে কোন বাণী নেই, সে বয়ান নাহি আসে বর্ণনায়।
★ কসম খােদার এ যে খােদারই দ্বার, এছাড়া নাহি কোন ঠাঁই বাঁচার,
যা সেথায় হবে, তা হেথা থেকেই, যা হেথা নাহি, নাহি তা সেথায়।
★ করে মােস্তফারই অবমাননা, আরাে ধৃষ্টতা; কী নির্লজ্জ না!
বলে, আমি নই কি মুহাম্মদী? বলি, নয় গাে নয়; তার চিন কোথায়?
★ তব সকাশে আধােবদন, বড় বড় আরবেরই ভাষাবিদগণ,
মুখে কারাে নেই কোন ভাষা নেই, কারাে ধড়ে বা প্রাণ আসে যায়।
★ হেন মর্যাদা কাটে কুলমান, অতি নিকটে সে বড় দয়াবান,
ডেকো তাঁরে আর রেখাে প্রত্যাশা, কবে নেই সখা বলি, নেই কোথায়?
★ চির শান্তি সুখ কে না কয় নেকী, তাঁরে নেকীরই তাে আব্রু দেখি,
তবে মদীনামুখী বাসনা যারে পায় তারে রাখে তাড়নায়।
★ তাঁরই নূরে সব কিছু আলােময়, তাঁরই উদ্ভাসে সব হাসিমাখা হয়,
তাঁরই চেহারারই নূরে ফোটে ভাের দেখে সূর্যমুখ ম্লান হয়ে যায় ।
★ সে পরম নূর, ছায়া বিধাতার, সেই নূর হতে সব, বলি, সবই তাঁর,
মালিকানাতে সেই আসমান, আছে যমীন ও কাল সব হেথায় ॥
★ লা-মকানেতে তাঁরই বিচরণ, হল আরশ তাঁরই সিংহাসন,
তিনি সেই নবী যাঁর এই যে শান, খােদা জায়গাতে নাহি পাওয়া যায়।
★ উচুঁ আর্শেও তব বিচরণ, এ ভূবন জুড়েও আছে দু'নয়ন,
মালাকুত মুলকে কিছু নেই এমন, যা তােমারই সেই দৃষ্টি এড়ায় ॥
★ করি নামে প্রাণ নিবেদিত, একই প্রাণ তাে নয় দূ'ভূবন নীত,
দোজাহানেও নাহি ভরে প্রাণ কোটি বিশ্ব কই আমি পাব হায় ॥
★ তব কায়া রূপ সে অভিনব, উপমা নাহি তা কী করে দেবাে,
ফুল কিশলয়ে কোন শাখা নেই, সে মালঞ্চরূপ তাঁর কোথা কেবা পায় ।
★ যাঁরই বর্ণে নেই কোন উপমা, নাহি নাহি কোথা সে সুষমা,
তাঁরই সাথে ফুলে কী তুলনা! লাখাে ফুল আছে বাগ-বাগিচায়।
★ ধনবানে গুন রেযা নাহি গায়, কী কাজ জড়াবে সে সেই বালায়,
নিজ মুনিবে আমি ডেকে যাই, মম দ্বীনও তাে নয় ‘নানপারায়।
━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ :-
✏ লেখক:- আলা হযরত ইমাম আহমদ রেযা খাঁ ফাজেলে ব্রেলভি (রহ.)
📝 কাব্যানুবাদক :- মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল-ক্বাদেরী।
✒ #Ki_Onindo_Rup_Mor_Nobijir-Lyrics
©ShobdeBhoraLineGulo.