Azan || Lyrics
==== = =========
(১) اَللّهُ أَكْبَرُ اَللّهُ أَكْبَرُ
অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান।
[ উচ্চারণ মোট ৪ বার ]
(২) اَشْهَدُ اَنْ لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
[ উচ্চারণ মোট ২ বার ]
(৩) اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللّٰهِ
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ ( ﷺ ) আল্লাহর রসূল।
[ উচ্চারণ মোট ২ বার ]
(৪) حَىَّ عَلٰى الصَّلَاةِ
অর্থ : এসো সালাতের দিকে।
[ উচ্চারণ মোট ২ বার ]
(৫) حَىَّ عَلٰى الْفَلَاحِ
অর্থ : এসো কল্যাণের দিকে।
[ উচ্চারণ মোট ২ বার ]
(৬) اَللّهُ أَكْبَرُ
অর্থ : আল্লাহ মহান।
[ উচ্চারণ মোট ২ বার ]
(৭) لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ
অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
[ উচ্চারণ মোট ১ বার ]
( এভাবে হানাফী মাযহাবে সাতটি বাক্য মোট পনের বার উচ্চারণ করা হই )
"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!"
লিংক: Youtube Channel Link: https://www.youtube.com/channel/UCsdo0EdOlnIukj7GpbbOMjw
©ShobdeBhoraLineGulo.