নেয়ামতের বন্টন হয়, সেই শানওয়ালা যেথা যান,
======= ==== === === ======= ==== =====
নেয়ামতের বন্টন হয়, সেই শানওয়ালা যেথা যান,
রহমতের লিপিকর তাঁর সহচর হয়ে সাথে যান ॥
ত্বরা নাও, নাও গাে খবর, ঘুরে না যায় অন্তর,
মালিক আমার, হে মুনিব, পূত চরণে তব দেই জান ॥
পিপাসার্ত আজি এই দু’আঁখি রয়ে যায় আশা শুধু বাকী,
সে তাে সার্থক হৃদয় এদ্বারে যার পুরে আরমান ॥
জানি সেটাই তাে হৃদয়, যাতে শুধু তােমারই নিলয়,
জানি সেই শিরই সফল, যা ও চরণে হয় কুরবান ॥
জেনেছি মেনেছি তাকে, ফের চাই অপর কাকে,
শােকর আল্লাহর আমি চলেছি মুমিন প্রাণ ॥
মালিকের সেই বখশিস, পেলনা তােদেরই হদিস
নজদীরা! কলেমা পাওয়ার ভুলেছিস সেও অবদান ।
আজই নে তার আশ্রয়, নেরে নে ঠাঁই তাঁর নির্ভয়,
হাশরে মানতে হবেই, তাই মেনে নে, মান আজই মান ॥
হায়রে অবাধ্যরে হায়, জেদে জেদে জীবন তোরই যায়,
অভাগার দলে ভিড়ে খােয়ালি শেষে ঈমান ॥
মন ও প্রাণ হুঁশ ও ধ্যানে, সবই তাে মদিনা পানে,
তুমি গেলে না রেযা, সব কিছুই আজ আগােয়ান ।
━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ :-
✏ লেখক:- আলা হযরত ইমাম আহমদ রেযা খাঁ ফাজেলে ব্রেলভি (রহ.)
📝 কাব্যানুবাদক :- মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল-ক্বাদেরী।
✒ #Niamoter_Bonton_Hoi_Shey_ShanWala_Jeta_Jaan-Lyrics
"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!"
লিংক: Youtube Channel Link: https://www.youtube.com/channel/UCsdo0EdOlnIukj7GpbbOMjw
©ShobdeBhoraLineGulo.