তুমি মালিক, তুমি খ্বালিক।
==========================
তুমি মালিক, তুমি খ্বালিক;
তোমার হাতে মোর জীবন মরণ।
তুমি অনাদি, অনন্ত,
দিন-রজনী করি তোমারি স্বরণ।
• আল্লা-হু আল্লা-হু আল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ,
আল্লা-হু আল্লা-হু আল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ।
* দুনিয়াতে বহু ধর্ম আছে,তাতে সেরা ইসলাম;
ইসলাম তোমার মনোনীত, কুরআন হতে জানলাম।
হেদায়তের তরে তুমি,
নবী ও রাসূল করিলে প্রেরণ।
* আসমানী যত কিতাব আছে, তাতে সেরা কুরআন;
নীতিমালার এক ঐশী বাণী, তোমারি সংবিধান।
তিবয়ানুল লিকুল্লি শাই,
প্রত্যেক কিছুর আছে বিবরণ।
* নবী রাসূল আগমনের, হয়েছে ধারা শেষ;
সর্বশেষ ও শ্রেষ্ট যিনি, তোমারি প্রিয় বেশ।
জনজীবনে করল কায়েম,
শান্তি, সুখ ও ন্যায়পরায়ন।
* প্রশংসা কেবল শুধু তোমারি, দিন-রজনী করে যায়;
যে নিজেকে চিনতে পারে, সে চিনেছে তোমায়।
দুনিয়া ও আখেরাতে,
লাভ করবে সে অমর জীবন।
━━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ:- হামদে বারী তায়ালা,আল্লাহর(ﷻ) হামদ্।
✏ লেখক:- শায়ের সৈয়দ মুহাম্মদ এহসান কাদের।
✒ #Tumi_Malik_Tumi_Khalik-Lyrics.