সাল্লে আলা ইয়া নাবীয়েনা।
==============================
সাল্লে আলা ইয়া নাবীয়েনা
সাল্লা আলা ইয়া মুহাম্মাদিন
নবী মোর পরশ মনি,
নবী মোর জানের জান,নবী মোর প্রাণের প্রাণ
* মোরা তোমার প্রেমে পাগল দয়াল নবীজি
নবী উম্মতের সবি,নবী মোর জানের জান(ঐ)
* তুমি সৃষ্টির সেরা সর্বশ্রেষ্ঠ নবীজি
তুমি দয়াল নবী,নবী মোর জানের জান(ঐ)
* নবীর আগমনে আলোকিত দু জাহান
শাফায়াতের কাণ্ডারী,নবী মোর জানের জান(ঐ)
* অধম সাঈদ রেজা চায় শুধু তোমার গোলামি
গোলামী কবুল করো,নবী মোর জানের জান(ঐ)
━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ: না'তে রাসূল (ﷺ)
✏ লেখক:- শায়ের মোহাম্মদ আবু সাঈদ রেযা
✒ #Salle_Aala_Ya_Nabiyena-Lyrics.