আল্লাহু আল্লাহু - Lyrics

  আল্লাহু আল্লাহু

=============

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
সৃষ্টি করে কিছু পুতুল
দিলে তাতে প্রাণ নামে ফুল
নাম দিলে তার মানবজাতি (২)
তোমার তুলনা নাইরে কোন [ঐ]

* রহিম-রহমান সেতো তোমারি নাম
দয়া বর্ষণ তায় তোমারি কাম
তুমি হলে রিযিকের মালিক (২)
তুমি ছাড়া রাজ্জাক নাইরে কোন [ঐ]

* কি আর চাইবো তোমার ধারে
যা চাইবো তা দিয়েছ আগে
উম্মত বানালে সেই নবীর (২)
যার উম্মৎ হতে চাই নবী-রাসূল [ঐ]

* আমি হাসনাতের একটিতো ভয়
করিওনা মোর ঈমান ক্ষয়
ঈমান নিয়ে যেন মরতে পারি (২)
নইলে তো জান্নাত চাওয়া ভুল।  [ঐ]

━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🌁 ধরণ :-
✏ লেখক :-

✒ #Allahu_Allahu-Lyrics.






একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন