হিজরী বার মাসের নাম
===== === ==== ====
মুহররম, সফর, রবিউস আওয়াল,
রবিউস সানী, জুমাদাল আওয়াল;
জুমাদাস্ সানী, রজব, শাবান, রমজান,
শাওয়াল, জিলকদ, জিলহজ্ব ; বার মাসের নাম
জেনে রেখ, মনে রেখ ওহে মুসলমান। [ঐ]
★ বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে
দশ তারিখে সবাই কাঁদে কারবালার স্বরে
আখেরী সাহার শুম্বা আছে ঐ সফরে
দোয়া লেখার গোসল করে শেষ বুধবারে
রবিউল আওয়ালে দেখ নবীর আগমন
মিলাদুন্নবীর খুশীতে ভরে তনুমন
জশনে জুলুছে বাড়ে মু'মিনের ঈমান। [ঐ]
★ রবিউস সানীতে ফাতেহা ইয়াজদাহুম
বড়পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম
জুমাদাল আওয়ালে হযরত আলীর আগমন
খোদার ঘরে জন্ম নেয়া তিনিতো একজন
জুমাদাস সানীতে সিদ্দিকে আকবর স্বরণ
প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন
৬ই রজব খাজা বাবার দেখ আজব শান। [ঐ]
★ ১২ই রজব শেরে বাংলার ওরশ শরীফে
আশেকেরা ভিড় জমায় মাজার শরীফে
২৭ই রজব দাওয়াত দিলেন প্রভু রহমান
লা-মকানে গেলেন নবী হয়ে মেহমান
শবে বরাত পালন করে নিসফে শাবান
দয়া ক্ষমা মুক্তির মাস মাহে রমজান
শবে কদরে নাযিল হল আল-কোরআন। [ঐ]
★ শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদেরী উৎসব
ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব
জিলকদে ওফাত হল শাহে ছিরিকোটি
শাহ জালাল ইয়ামেনী, গাওসে ভাণ্ডারী
জিলহজ্বে হজ্ব করে বিশ্ব মুসলমান
৯ তারিখে আরাফাতে করো অবস্থান
১০ তারিখে ইব্রাহিমের স্মৃতিতে অম্লান। [ঐ]
━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ :-
✏ লেখক:-
✒ #hizri_Baro_Masher_Name-Lyrics.