শানে খাজা গরীবে নেওয়াজ (র.) -Lyrics

 শানে খাজা গরীবে নেওয়াজ (র.)

==== ==== ==== ====== ====

চল যায় আজমীরে
খাজা বাবার দরবারে
গরীবের বন্ধু খাজা
বসে আছে আজমীরে (২)
আমার খাজা রাজার রাজা
দয়াল রাজা
মহা রাজা আমার রাজা  [ঐ]

* ধুলোয় মিশে দিল
পিথ্বিরাজের অহংকার
এ উপমহাদেশে
ইসলাম কায়েম করে (২)
আমার খাজা রাজার রাজা
মোদের রাজা  [ঐ]

* রাজা মহারাজা ধনী
ভিখারী আশেকেরা
ঘুরে ঘুরে ভিক্ষা চায়
এসে খাজার দরবারে (২)
আমার খাজা রাজার রাজা
মোদের রাজা  [ঐ]

* কি আজব শান দেখাল
আনা সাগরের তীরে (২)
এক সাগর পানি ঢুকায়
একটি লোটার ভিতরে (২)
আমার খাজা রাজার রাজা
মোদের রাজা  [ঐ]

* কাটায় দিন আশায় আশায়
অধম এহসান কাদের
সে কবে ডাক মারে
যেতে খাজার দরবারে।
আমার খাজা রাজার রাজা
মোদের রাজা  [ঐ]

━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ :- মানক্বাবাত
✏ লেখক:- শায়ের সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের।

✒ #Cholo_Jaai_Azmire-Lyrics
✒ #Shane_Khaja_Goribe_Newaj-Lyrics

©#ShobdeBhoraLineGulo.






একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন