আমি হয়েছি বায়াত -Lyrics

 আমি হয়েছি বায়াত

====================

আমি মুরিদ, তোমার হাতে
         হয়েছি বায়াত,
ওগো মুর্শিদ, তোমার হাতে
    গাওসে পাকের হাত,
ধন্য হলাম পেয়ে চরণ,
  চুমে তোমার হাত।

* খোদা, নবী, গাওসে পাকের
        অতি প্রিয় তুমি,
চৌহরভী, সিরিকোটি, তৈয়্যব
        শাহার নয়নমণি,
যে পায় তোমার দয়ার নজর
        সে পায় নাজাত।

* কাদেরিয়া তরিকতে
     তুমি একটি ফুল,
তোমায় চিনতে আমি অধম
       করিনি যে ভুল,
তাই তোমার কাছে সপে দিলাম
      অধমের হায়াত।

* প্রাণের চেয়ে অতি প্রিয়
     জেনেছি তোমায়,
তুমি ছাড়া নাইরে মুক্তি
    হাশরের বেলায়,
তোমার ওসিলাতে পাবো
  নুর নবীর শাফায়াত।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🌁 ধরণ:- মানক্বাবাত।
✏ লেখক:- শায়ের সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের।
✒ #Ami_Hoyechi_Bayat-Lyrics.

©#ShobdeBhoraLineGulo.




একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন