নবীর নাম মোবারক ( ﷺ ) -Lyrics

 নবীর নাম মোবারক ( ﷺ ) -Lyrics

================================

যে নামের ছোঁয়া পেয়ে ধন্য আরশের মূল ফটক,
আমার ভেতরে-বাহিরে সে নাম মোবারক।

* জিবরাইলের সাথে গেলেন আরশ ভ্রমণে,
গিয়ে পৌঁছায় চার নদীর শুরু যেখানে;
তালার চাবি চাই নবী,
জিবরাইলের ভাবে ইয়া নবী;
চার নদীই তো আপনি 
নবীর নামেরই চমক। (ঐ)

* বাঘের সামনে সফিনা চারদিকে অটবী,
নির্ভয়ে বলে দেয় আমি গোলামে নবী;
মারার প্রশ্নই উঠে না,
পরে কি হয় দেখো না;
বাঘ নিজেই পথ দেখায়
হয় দেহ রক্ষক। (ঐ)

* আদর করে মুহাম্মাদ(ﷺ) নাম রাখেন প্রভু,
তাই তো সে নামের মধু হয় না শেষ কভু;
ওসীলায়ে মুহাম্মাদ (ﷺ),
চাই অধম আহমদ;
মাফি চাওয়া মাওলার 
দ্বারে মনের বড় শখ। (ঐ)

━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja 

🌁 ধরণ:-না'তে রাসূল (ﷺ)

✍️ লেখক:- শায়ের আহমদ নুর সাজ্জাদ (সাইফি)

©ShobdeBhoraLineGulo.



"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক -



Topic Tag :- Nobir Name Mubarak (ﷺ) -Lyrics, যে নামের ছোঁয়া পেয়ে ধন্য আরশের মূল ফটক -Lyrics, Ahmed Nur Sajjad (Saify)







একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন