দিন রজনী কাটে - Lyrics
============================
প্রেম হয়ে গেল মোর নবীজির সাথে
তাঁহার স্বরণেই ত আমার দিন রজনী কাটে।
* সে প্রেমের প্রেমিক হায়দর, সিদ্দিকে আকবর
সুফিয়ান, হুরাইরা, খালিদ ফারুকে ওমর
যাদের হৃদয় জ্বলত সদা নবী প্রেমের অগ্নিতে। [ঐ]
* হরিণীর বাছুর তাঁহার প্রেম ছাড়ল না
পিপাসায় কাতর তবু মায়ের দুধ খেল না
এমন প্রেম দেখে কাফেরও কদমে লুটে। [ঐ]
* প্রেম করে মনে মোর গর্বের সীমা নাই,
আহমদ বলে প্রেমিক হওয়া রয় কার নসিবায়?
স্বয়ং খোদা মজে আছে নবীজির প্রেমেতে। [ঐ]
━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ٭
🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja
🌁 ধরণ :- না'তে রাসূল (দরূদ), ইসলামী সংগীত।
✍️ লেখক: শায়ের আহমদ নুৃর সাজ্জাদ ( সাইফি )
©ShobdeBhoraLineGulo.
"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক -
✒ Topic Tag :- Din Rozoni Kathe -Lyrics, দিন রজনী কাটে লিরিক্স, ইসলামী গজল, আহমদ নূর সাজ্জাদ
©#ShobdeBhoraLineGulo.