মোরা জাগবো কবে আর ? ‍-Lyrics

 মোরা জাগবো কবে আর ? ‍-Lyrics

======= ==== =====‌ ==== = =========

মোরা জাগবো কবে আর?

মুসলমানের রক্ত-জোয়ার করছে হাহাকার।


* মোরা দারুণ বে-খবর!

আপন ভাইয়ের খবরে মোরা দারুণ বে-খবর,

কারবালাই তো চলছে নিত্য বিশ্বের অলি-গলি,

রুদ্ধ তবু বল ঈমানি রুদ্ধ কণ্ঠনালী!

বড় লজ্জা লাগে আনতে মুখে কালেমা খোদার।


* কেন সুদূর ফিলিস্তিন?

মুসলিম মোরা এক আঙিনা এক আঁচল-আস্তিন—

বাঁ-হাতে আঘাত হলে দেহের ডা-হাতে খবর হয়,

একে অপরের তরে সে মোদের অনুভূতি আজ কই?

দুঃখে তো আর চোখ জ্বলে না বুক জ্বলে ছারখার।


* লড়ো যে যার মত করে,

খওফে খোদা হুব্বে রাসুল রেখে হৃদয়ের ঘরে।

ফেরকাবাজি রাখো দেখো খেরকা গায়ে কার,

আতিক-ওমর-ওসমান-আলি-খালিদ-হানজালার—

একযোগে সব উপাড়ি ফেল কুফরির সংসার।




━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja

🌁 ধরণ :- ইসলামী সংগীত 

✍️ লেখক :-  আহমদ নূর সাজ্জাদ

©#ShobdeBhoraLineGulo.



"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক - 



✒️Topic Tag :- Eche Jage Amader Jete Madinai-Lyrics, মোরা জাগবো কবে আর ? ‍-Lyrics, মোরা জাগবো কবে আর লিরিক্স,ইসলামী গজল লিরিক্স





একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন