কামলিওয়ালা -Lyrics

 কামলিওয়ালা -Lyrics

===================================

শুনো হাশরের দুলা! নবী কামলিওয়ালা!

তোমার প্রেমলীলা হৃদে করে খেলা,

কাটে ধ্যানে তোমার আমার সারাবেলা।


তাজেদারের আ'কা তুমি মুলকে কাউনাইনে,

ফেরেশতাও কাটায় সময় তোমারই ধ্যানে,

তোমার দরুদ না ছাড়ে স্বয়ং আল্লাহ তাআলা। (ঐ)


পাখির গুঞ্জনে তোমার নাম নিশি-সন্ধ্যা-ভোর,

জগতের যতো পুষ্প তোমার সুবাসে ভরপুর,

তোমার পরশে বিষের আধার মধুর পেয়ালা। (ঐ)


ওগো প্রাণের আ'কা শুনো না!

দিলবাগে তাশরিফ আনো না!

আমার শান্তি তোমার পরিচয়, 

আমি মানলাম তোমায় মহারাজ

তুমি আমায় দাস মানো না!  (ঐ)


বিফল সব আমল যদি তোমার প্রেম না থাকে,

তোমার ব্যাপারে বেখবরের খবর কে রাখে?

আহমদ সত্য বলে তাই সবার দুচোখের শলা। (ঐ)




━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ

🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja

🌁 ধরণ :- না'তে রাসূূল (দরূদ), ইসলামী সংগীত 

✍️ লেখক :-  আহমদ নূর সাজ্জাদ

©#ShobdeBhoraLineGulo.



Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ! লিংক - 



✒️Topic Tag :- Kamliwala-Lyrics, কামলিওয়ালা-Lyrics,  কামলিওয়ালা লিরিক্স,ইসলামী গজল লিরিক্স, 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন