তুমি অধিপতি -Lyrics
=====================
সৃষ্টি তোমার সুন্দর অতি
সারা দুনিয়ার তুমি অধিপতি।
যা দেখা যায় তা ভুলা যায় না,
নাহি থামে তোমার করুণা।
তোমার করুণা বুঝি কঠিন
রংধনু সাত রঙ্গে দুনিয়া রঙ্গিন।
আল্লাহু আল্লা-হু আল্লাহ
আল্লাহু আল্লা-হু আল্লাহ।
* লাল রঙে রাঙ্গা প্রভাত,
রাঙ্গিয়ে দেয় সকাল।
সূর্য উঠে আলো নিয়ে,
করে গোধূলি বিকাল।
সূর্য লালে লাল অস্ত গেল,
আধার ঘনিয়ে রাত্রি হল।
তোমার করুণা সীমাহীন।
* তুমি একা অদ্বিতীয়,
তোমার লীলা বিশ্বময়।
সৃষ্টি তোমার নানারকম,
সবার প্রতি দয়াময়।
প্রকৃতির আড়ালে বসে,
কর করুণা আপন বশে।
তোমার করুণা অন্তহীন।
━━━━━━━━━━━━━━━━━━━━━ꙮ
🎨 Photo Editor :- Hafez S.M. Rezaul Alam Reja
🌁 ধরণ :- হামদ্ এ বারি তা'য়ালা, ইসলামী সংগীত
✍️লেখক:- শায়ের সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের
©#ShobdeBhoraLineGulo.
"Lyrics Vedio পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন!" লিংক -
✒Topic Tag :- Tumi Odhipothi -Lyrics, তুমি অধিপতি -Lyrics, সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের,